আমি পুকুর কাটি আর গাঙ কাটি তাতে মানুষের কী? আমার লিজের কাগজপত্র আছে

আলমডাঙ্গা ব্যুরো: রেলওয়ের জমিতে এসকেভেটর দিয়ে গভীর পুকুর খনন করায় আলমডাঙ্গা রেলওয়েস্টেশন হুমকির মুখে পড়েছে। দিন রাত ধরে ওই পুকুর খনন করছেন পুকুরের জমি অবৈধভাবে সাব লীজ গ্রহণকারী আলমডাঙ্গা উপজেলা যুবদল নেতা ফরহাদ।
জানা যায়, আলমডাঙ্গা রেলস্টেশনের পেছন দিক দিয়ে বাইপাস সড়ক। এ বাইপাস সড়ক নির্মাণের সময় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশের জমি কাটা হয়। পরে রেলওয়ের ওই নীচু জমি লিজ নিয়ে অনেকে মাছ চাষ শুরু করেন। বর্তমানে রেলওয়ের ওই নীচু জমি লিজ গ্রহণ করেছেন পাকশী বাঘইলের পান্না হোসেন। পরে তার নিকট থেকে সাব লিজ নিয়েছেন আলমডাঙ্গার যুবদল নেতা ফরহাদ হোসেন। যদিও সাবলিজ দেয়া অবৈধ। গত কয়েক দিন ধরে সাবলিজ গ্রহণকারী ফরহাদ এসকেভেটর মেশিন দিয়ে স্টেশনের পেছনে গভীর পুকুর খনন করছেন। এসকেভেটর মেশিন দিয়ে গভীর পুকুর খননের ফলে রেলপথের মাটি ভেঙে পড়ছে। সঙ্গত কারণে বর্ষাকালে এ ভাঙন ভয়াবহ হয়ে উঠবে। ফলে হুমকির মুখে পড়বে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ও সংশ্লিষ্ট রেলপথ।
যুবদল নেতা ফরহাদ হোসেন বলেন, যত খুশি ছবি তোলেন, নিউজ করেন অসুবিধা নেই। আমার লিজের কাগজপত্র আছে। আমি পুকুর কাটি আর গাঙ কাটি তাতে মানুষের কী?
রেলওয়ের বিশিষ্ট ঠিকাদার জাহিদ হোসেন রেন্টু বলেন, এসকেভেটর দিয়ে পুকুর খনন কিংবা ভূমির রূপ পরিবর্তনের সুযোগ নেই লিজ গ্রহণকারীর।
বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম) ড. আব্দুল মান্নান বলেন, সাবলিজের কোনো সুযোগ নেই। তাছাড়া রেলওয়ের জমি লিজ নিয়ে নতুন করে পুকুর খনন কিংবা পুনঃখননেরও সুযোগ নেই। এসব অনিয়মের ফলে ওই লিজ বাতিল করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান বলেন, আমি দ্রুত প্রতিনিধি পাঠাচ্ছি সরেজমিন গিয়ে পরিদর্শন করতে। অভিযোগ সত্য হলে লিজ বাতিল করা হবে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-ল বলেন, এ বিষয়টি জানার পর খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পুকুর খনন কিংবা পুনঃখনন করা বিষয়ে রেলওয়ের অনুমতিপত্র থাকলে তা দেখাতে বলা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন বলেন, উপমহাদেশের প্রথম রেললাইনের প্রথম স্টেশনগুলির একটি। এমনকি, উপমহাদেশের একমাত্র দ্বিতল স্টেশন। ফলে এটি আমাদের তথা বাংলাদেশ রেলওয়ের গর্ব। এ গর্ব ধ্বংস হবে স্বার্থান্বেষী কোনো ব্যক্তির কারণে এটা মেনে নেয়া যায় না। বৃহত্তর স্বার্থে এ লিজ বাতিলের জোর দাবি জানাচ্ছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More