দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের লকডাউন ঘোষিত ৬ গ্রামে শেখ হাসিনার উপহার বিতরণ

দর্শনা অফিস: মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এরই মধ্যে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬টি গ্রাম লকডাউনের আওতায় আনা হয়েছে। ফলে ৬ গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে গৃহবন্দি রয়েছে। কর্মহীন পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার বিতরণের আয়োজন করে ইউনিয়ন পরিষদ। ঝাজাডাঙ্গা, নাস্তিপুর, কামারপাড়া ও বাড়াদী গ্রামের ১৮৫ অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। পরপরই বড়বলদিয়া স্কুলমাঠে ১১৬ জন অসহায় পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৃথক দুটি আয়াজনে উপস্থিত ছিলেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ইউপি সদস্য আশিক ইকবাল চঞ্চল, সাইফুল ইসলাম, হযরত আলী, আব্দুর রহমান, আবু সাঈদ, খায়রুল বাসার, শামসুল হক, শহিদুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্তাজ আলী, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, আব্দুল মান্নান, আকরাম হোসেন, আরশাদ আলী, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More