ঝিনাইদহ শহরের সমতা ক্লিনিকের ডাক্তার ও কর্মচারীসহ সাত জন করোনা পজেটিভ, সমতা ডায়াগনোষ্টিক লকডাউন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। তিন দিন আগে তিনি ঢাকা থেকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে ঢাকায় চাকরি করতেন। ফয়েজ উদ্দিন কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন। এখনো তার নমুনার রিপোর্ট আসেনি। তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। এদিকে, ঝিনাইদহ শহরের সমতা ক্লিনিকের ডাক্তার ও কর্মচারীসহ সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শনিবার সকালে জেলা প্রমাসন ক্লিনিকটি লকডাইন করেন। সর্বশেষ শনিবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরো দশজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭ জন, কালীগঞ্জের ২ জন ও হরিণাকুন্ডুর একজন রয়েছেন। ঝিনাইদহের সদরের ৭ জনই ‘সমতা’ নামে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার ও কর্মচারী। কুষ্টিয়া ল্যাব থেকে আসা ৮৪ নমুনার রিপোর্টে ওই দশজনের নমুনা করোনা পজেটিভ হয়। এ নিয়ে জেলায় মোট এক হাজার ২০৩ নমুনার রিপোর্টে ৮২ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।শনিবার সকালে এসব তথ্য জানান ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More