গরিবানা হাল
আহাদ আলী মোল্লা
এই বাড়ে এই কমে সোনার দাম
তাতে কি বা আমার-তোমার আসে
নেই আমাদের ওতে কোনো কাম
ভেলকি যতোই দেখাক মাসে মাসে।
ডালভাত চাই আমরা সঠিক দামে
মাঝে মাঝে খিদের জ্বালায় মরি
বললে কি আর…
তাদের পিঠে
আহাদ আলী মোল্লা
প্রশ্ন ফাঁসের হোতা
কোথায় থাকেন কোথা
এক পলকে উড়ে এসে
খবর দিলো তোতা।
বললো ওকে ধর
প্রশ্ন ফাঁসের নাটের গুরু
ব্যাটা দিপঙ্কর।
কর্তা মশাই
নগদ বসায়
ধার ধারে না বাকির;
সাহস আছে…
উচিত বিচার করুন
আহাদ আলী মোল্লা
পেটটা গেল জ্বলে;
চালের দামে খুদ কিনে খাই
খিদেয় মরি বলে।
এই খিদে আর যাচ্ছে না
গরিবও চাল পাচ্ছে না
আসছে খুদের চালান,
সময় আছে খুদ না খেলে
এদিক ওদিক পালান।
সরকারি চাল বলে যারা…
মানছি সবাই হার
আহাদ আলী মোল্লা
আমন গেল আউশ গেল
বোরোও হলো শেষ,
এই সুযোগে চালের মূল্য
যায় বেড়ে বেশ বেশ।
পেট শোনে না দামের কথা
যখন খিদে পায়,
চোঁ চোঁ করে কেঁদে কেঁদে
কেবলই ভাত চায়।
কৃষক যখন হাটে গিয়ে…
চিন্তিত খুব
আহাদ আলী মোল্লা
আবুল কালাম কালু
বেজায় রকম চালু
ফেনসিডিলের চালান তোলেন
বেচে পাকা দালান তোলেন
তিনি
বড্ড তাকে চিনি।
লোকটা মাদক কারবারি
ধরা পড়েন বারবারই
যেই ছাড়া পান আবার ফেরেন
সেই পুরোনো…
থেমে থাকেনি
আহাদ আলী মোল্লা
বাঙালিরা কাঁদে আধমরা হয়ে
পাক শাসকের শোসনেই
তবু পাকিরাই খাঁটি খাঁটি লোক
তিল পরিমাণ দোষও নেই
নবাবের বেশে চলে ফেরে ওরা
ভোট ভোট খেলা পাতিয়েই,
ধীরে ধীরে তাই তামাশা ওদের
বুঝেছে…
কোথায় আমার মানি
আহাদ আলী মোল্লা
জার্নিতে বেশ আলাপ চলে যেতে
পাশে বসে খাতির জমায় ওরা
কুটুম কুটুম ভাব নিয়ে দেয় খেতে
আত্মীয়তাও লাগো গো আনকোরা।
সরল মনে যারাই ওসব খায়
একটু পরেই টের পেয়ে যায় জ্বালা
ব্যাগ থলে বা…